Logo

 
আরশীনগর-বাংলাদেশ
Logo

আরশীনগর-বাংলাদেশ সম্পর্কে

আরশী নগর বাংলাদেশ
আরশী নগর সেবামূলক উন্নয়ন সংস্থা দেশের উত্তরাঞ্চলের অবহেলিত দুস্থ্য অসহায় লোকসংগীত শিল্পী তথা লোকসংগীতের প্রচার-প্রসার , সংরক্ষন এবং দুস্থ্য প্রতিভাবান লোকসংগীত শিল্পীর সামাজিক মর্যাদা প্রতিষ্ঠা সেই সাথে লোকজসংস্কৃতি বিকাশের লক্ষ্যে কাজ করে আসছে। বর্তমানে লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার প্রায় প্রতিটি থানায় লোকসংগীত শিল্পী ও বাঙালী সংস্কৃতির বিকাশের জন্য কাজ করে যাচ্ছে। এছাড়াও আরশী নগর বাংলাদেশ সেবা ও উন্নয়নের ধারাবাহিকতা হিসেবে শিক্ষা,সাস্থ্য,বনায়ন,কৃষি , মৎস চাষ সহ নানাবিধ সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।