Logo

 

গ্যালারি

বিজ্ঞাপন

এনজিও সম্পর্কে

লালমনিরহাট বাংলাদেশের উত্তরে অবস্থিত সীমান্তবর্তী একটি জেলা। ২৫.৪৮ ডিগ্রি থেকে ২৬.২৭ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৮.৩৮ ডিগ্রি থেকে ৮৯.৩৬ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে জেলাটির অবস্থান। এ জেলার উত্তরে ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার ও জলপাইগুড়ি জেলা, দক্ষিণে রংপুর জেলা, পূর্বে কুড়িগ্রাম ও ভারতের কোচবিহার জেলা এবং পশ্চিমে রংপুর ও নীলফামারী জেলা। জেলার আয়তন ১২৪৭.৩৭১ বর্গ কি.মি.। এ জেলার উত্তরে ধরলা নদী ও দক্ষিনে তিস্তা নদী প্রবাহিত। আমর্ত্মজাতিক সীমান্ত দৈর্ঘ্য ২৮১.৬ কি.মি.। জল সীমান্ত ২৪ কি.মি.।  জনসংখ্যা : ক) পুরুষ : ৬২৮,৭৯৯ জনখ) মহিলা : ৬২৭,৩০০ জনগ) মোট : ১২,৫৬,০৯৯ জন। শিক্ষার হার : ৬৫%। উপজেলার সংখ্যা : ৫টি। থানার সংখ্যা : ৫টি। পৌরসভার সংখ্যা : ২টি। ইউনিয়নের সংখ্যা : ৪৫টি। মৌজার সংখ্যা : ৩৫৪টি। গ্রামের সংখ্যা : ৪৭৮টি। নদীর সংখ্যা : ৬টি। নদী পথের দৈঘ্য : ১৮০ কি.মি.। মসজিদের সংখ্যা : ২,৪৫০ টি। মন্দিরের সংখ্যা : ৭৪১টি। এনজিওর সংখ্যা : ৫৭টি। খাদ্য গুদামের সংখ্যা : ৭টি। খাদ্য গুদামের ধারন ক্ষমতা : ১৬,৫০০ মেট্রিক টন। ছিটমহল (ভারতের অভ্যমত্মরে বাংলাদেশের) : ৩১টি। ছিটমহল (বাংলাদেশের অভ্যমত্মরে ভারতের) : ৫৯টি।

কৃষি সংক্রান্ত তথ্যাদিঃ

মোট জমির পরিমান : ১২৪,০৯৩ হেক্টর। আবাদি জমির পরিমান : ৯৮,৮৭৫ হেক্টর। সেচযোগ্য জমির পরিমান : ৪৮,৪৫০ হেক্টর। গভীর নলকুপের সংখ্যা : ২১০ টি। অগভীর নলকূপের সংখ্যা : ৩৮,৫৩৫ টি। শক্তি চালিত পাম্পের সংখ্যা : ১৫ টি। আদর্শ গ্রামের সংখ্যা : ৪৬টি। আশ্রয়ণ প্রকল্পের সংখ্যা : ৩৮টি। আবাসন প্রকল্প : ১৭টি। সায়রাত মহলের সংখ্যা : ৬৩টি। হাট বাজারের সংখ্যা : ১০১টি। খাস পুকুরের সংখ্যা : ৪৬টি। পরিত্যাক্ত সম্পত্তির পরিমান : ১৩২.৮৫ একর। অর্পিত সম্পত্তির পরিমান : ৩৮০৭.৯৭৫ একর।

স্বাস্থ্য সংক্রান্তঃ

সরকারী হাসপাতাল : ১টি। বেসরকারী ক্লিনিক : ১২টি। উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্স : ৫টি। ১০ শয্যা বিশিষ্ট হাসপাতাল : ১টি। মাতৃমঙ্গল ও শিশু কেন্দ্র: ১টি।